ঢাকা     বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ১ ১৪৩১

ধামরাইয়ে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি, কুশপুতুল দাহ

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৪ নভেম্বর ২০২২  
ধামরাইয়ে ছাত্রলীগের কমিটি বাতিলের দাবি, কুশপুতুল দাহ

ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি বাতিলের দাবি জানিয়েছে পদবঞ্চিতরা। সোমবার (১৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নেতাকর্মীরা। এসময় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের শীর্ষ দুই নেতার কুশপুত্তলিকা দাহ করা হয়।

এতে উপস্থিত ছিলেন ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সভাপতি প্রার্থী হাবিবুর রহমান খান হাবিব, পদপ্রার্থী তুষার আহমেদ শান্তসহ আরও প্রায় শতাধিক নেতাকর্মী।

বিক্ষুব্ধ নেতারা জানান, আনসারুল্লাহ বাংলা টিম, জেএমবি, ছাত্রশিবির, বিবাহিত, বয়স্ক ও মাদক ব্যবসায়ীদের দিয়ে কমিটি দিয়েছে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও মনিরুল ইসলাম। আমাদের কাছেও টাকা দাবি করেছিলেন তারা। টাকা না দেওয়ায় পদ দেওয়া হয়নি।

ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা কমিটির সভাপতি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, ‘নেতা বানানোর জন্য চার লাখ টাকা নিয়েছেন জেলা সভাপতি। কমিটি পেতে আরও ছয় লাখ চেয়েছিলেন।’

তিনি অভিযোগ করে বলেন, ‘নতুন কমিটিতে যাকে সভাপতি করা হয়েছে, সে বয়স্ক ও সাবেক ছাত্রদল কর্মী হওয়া সত্ত্বেও ১৫ লাখ টাকার বিনিময়ে তাকে পদ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপি-জামায়াতের নেতাদের দিয়ে কমিটি করা হয়েছে। আমি নতুন কমিটি বাতিলের দাবি জানাই।’

ধামরাই উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিল হোসেন বলেন, ‘যারা এসব করেছে তারা পদপ্রার্থী ছিলেন। কিন্তু সবাই তো পদে আসবে না। তারা অযথা ভিত্তিহীন কথা ছড়াচ্ছে। পদ না পেয়ে তারা বেপরোয়া হয়ে উঠেছে।’

উল্লেখ্য, প্রায় ২২ বছর পর গত শুক্রবার (৪ নভেম্বর) উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হয়েছেন জামিল হোসেন ও সাধারণ সম্পাদক করা হয়েছে মো. মাহাবুব রহমানকে।

সাব্বির/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়