ওয়াজ শুনতে গিয়ে ছুরিকাঘাতে খুন, আটক ৬
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কালীগঞ্জে ওয়াজ শুনতে গিয়ে মো. হৃদয় হাসান আলিফ (১৯) নামের এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৫ নভেম্সবর) সকালে ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ৪ বন্ধুকে থানায় আনা হয়েছে।
এর আগে গতকাল সোমবার রাত ৯টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের নরুন বাজার তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত আলিফ শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ডুমনী গ্রামের মো. আমানউল্লাহ ছেলে। তিনি প্রহলাদপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম সোহেল রানা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো পর্যন্ত ৬ জনকে আটক করা করা হয়েছে। নিহতের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মামলার তদন্ত আগ্রগতির স্বার্থে কারো নাম প্রকাশ করতে রাজি হননি পুলিশের এই কর্মকর্তা।
তিনি আরো জানান, এ ঘটনায় নিহতের বাবা আমানউল্লাহ বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী নিহত আলিফের বন্ধু শ্রাবন বলেন, তাদের গ্রামের পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার নরুন হাই স্কুল মাঠে চার দিনব্যাপী ইসলামী মহা-সম্মেলন চলেছে। আমরা কয়েক বন্ধু মিলে সোমবার রাতে ওই এলাকায় যাই। সেখানে গিয়ে আলিফের সঙ্গে দেখা হয়। একত্রে আমরা রাত ৯টার দিকে ওয়াজ মাহফিলের পূর্ব দিকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। এ সময় কয়েকজন ছেলে এসে আলিফকে নয়ন মনি ফার্মেসির কাছে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই সেখানে চেচামেচির শব্দ শুনে আমরা এগিয়ে যাই। আমরা আলিফকে কাত হয়ে মাটিতে পরে থাকতে দেখি। তাকে দ্রুত উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।
রফিক/ মাসুদ