বগুড়ায় তুচ্ছ ঘটনায় কৃষক খুন
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার শাজাহানপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নীলকান্ত (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১৬ নভেম্বর) উপজেলার আশেকপুর হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নীলকান্ত ওই এলাকার মৃত ভবানীকান্তের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, ‘নীলকান্তের সঙ্গে তার প্রতিবেশী মোহনের পূর্ব শত্রুতা ছিল। বুধবার সকালে নীলকান্ত নিজের গরুর দুধ দোহন করছিলেন। এসময় মোহন গরুর পেছনে দাঁড়ান। এতে গরুটি ভয় পেয়ে লাফ দিলে কিছু দুধ পড়ে যায়। এ নিয়ে দুই জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এই ঘটনার জেরে মোহন লাঠি দিয়ে নীলকান্তের মাথায় আঘাত করেন। এতে নীলকান্ত আহত হলে স্বজনরা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নীলকান্তের স্ত্রী চায়না রাণী বাদী হয়ে মোহন এবং তার মা রিভা রানীর বিরুদ্ধে মামলা করেছেন।’
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পরেই স্থানীয়রা মোহনের মা রিভা রানীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ ঘটনার পর থেকে মোহন পলাতক রয়েছেন।’
এনাম/কেআই