ঢাকা     বুধবার   ২০ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৫ ১৪৩১

চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, বড় ভাইকে গ্রেপ্তার  

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৭ নভেম্বর ২০২২  
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, বড় ভাইকে গ্রেপ্তার  

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোহাম্মদ হোসাইন রাব্বি (১২) নামে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  এ ঘটনায় নুরুল ইসলাম আজাদ (২২) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  নুরুল ইসলাম আজাদ সম্পর্কে রাব্বির আপন বড় ভাই। 

মোহাম্মদ হোসাইন রাব্বি উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. হুমায়ন কবিরের ছেলে এবং একই এলাকার আরপি আরডি একাডেমি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।  

এর আগে, বুধবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোককুইন্নাদের বাড়িতে এ ঘটনা ঘটে।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাত ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে রাব্বি উপজেলার কামলার পোল এলাকায় বাবার পাইপ দোকানে যায়। সেখানে ঘণ্টা দুয়েক থাকার পর বাড়িতে চলে আসে। এরপর ঘরে এসে খাটের ওপর অজ্ঞান হয়ে পড়ে। পরে সেখান থেকে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়দের অভিযোগ, রাতে বাইরে দীর্ঘ সময় আড্ডা মেরে ঘরে ফেরায় বড় ভাই আজাদ ছোট ভাই রাব্বিকে শাসন করে চড় থাপ্পড় দেয়। এতে ছোট ভাই স্ট্রোক করে মারা যায়।

লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পুষ্প বরণ চাকমা জানান, নিহত শিক্ষার্থীর কপালের বাম পাশে একটু কাটা দাগ রয়েছে।    

ওসি মো.সাদেকুর রহমান জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।  নিহতের বড় ভাইকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুজন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়