ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ১৯ নভেম্বর ২০২২   আপডেট: ১৩:০৯, ১৯ নভেম্বর ২০২২
আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু 

মারা যাওয়া নাবিল।

আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে লক্ষ্মীপুরের রামগতিতে নাবিল হোসেন (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চর রমিজ এলাকায় এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া নাবিল একই এলাকার ফরাজি বাড়ির মো. মুরাদের বড় ছেলে। তিনি বিবিরহাট রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

আরো পড়ুন:

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নাবিল বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে নাবিলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জাহাঙ্গীর লিটন/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়