ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৩ ১৪৩১

গাজীপুর মহানগর আ.লীগের সভাপতি আজমত, সাধারণ সম্পাদক আতাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪০, ১৯ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:৪২, ১৯ নভেম্বর ২০২২
গাজীপুর মহানগর আ.লীগের সভাপতি আজমত, সাধারণ সম্পাদক আতাউল্লাহ

সভাপতি আজমত উল্লা (বামে), সাধারণ সম্পাদক আতাউল্লাহ (ডানে)

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে আজমত উল্লা খান পুনরায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে আতাউল্লাহ মন্ডলের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভাওয়াল রাজবাড়ী ময়দানে গাজীপুর মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব পাওয়া নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে, সকাল থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেস্টুনে হাতে হাজার হাজার নেতা-কর্মী সম্মেলনস্থলে আসেন। এসময় বিভিন্ন স্লোগান দেন তারা। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার পর ২০১৫ সালে আজমত উল্লাহ খানকে সভাপতি ও সাময়িক বরখাস্তকৃত সিটি মেয়র জাহাঙ্গীর আলামকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

পরবর্তীতে ২০১৬ সালের নভেম্বর মাসে ৭১ সদস্য বিশিষ্ট মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেই সঙ্গে ২১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদেরও অনুমোদন দেন দলের সভানেত্রী শেখ হাসিনা।

রেজাউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়