সাতক্ষীরার তালায় জমে উঠেছে ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফুটবল বিশ্বকাপ নিয়ে সাতক্ষীরায় বিভিন্ন দেশের সমর্থকদের উন্মাদনার শেষ নেই। জেলার বিভিন্ন স্থানে চলছে পছন্দের দলের পতাকা প্রদর্শন ও শোভাযাত্রা।
সরজমিনে দেখা গেছে, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সাতক্ষীরার ফুটবল প্রেমিরা মূলত ব্রাজিল ও আর্জেন্টিনা এই দুটি দলে বিভক্ত হয়ে পড়েছে। পছন্দের দলের পতাকা শোভা পাচ্ছে বাড়ির ছাদ, রাস্তাসহ বিভিন্ন স্থানে। দুটি দলের সমর্থকদের মধ্যে চলছে পতাকা যুদ্ধ। কে কত বড় পতাকা তৈরি করে দেখাতে পারে-চলছে সে প্রতিযোগিতা।
তালা উপজেলা সদরে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা শুক্রবার (১৮ নভেম্বর) পতাকা ও বাদ্যযন্ত্র নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে হইচই ফেলে দিয়েছে। আর্জেন্টিনা ফ্যান ক্লাব এদিন ৬০০ হাত পতাকা নিয়ে তালা উপজেলা সদরে শোভাযাত্রা করে।
এরআগে এদিন সকালে কাপ ব্রাজিল ফ্যান ক্লাব ৩৫০ হাত পতাকা নিয়ে ও ব্যান্ড বাজিয়ে শোভাযাত্রা করে।
তালা সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান মোড়ল জানান, ছোটবেলা থেকে আর্জেন্টিনার সমর্থক তিনি। তার পরিবারের সদস্যরাও একই পথের পথিক। মেসির খেলা তাকে বেশি আকর্ষণ করে। তাই মেসির হাতে তিনি এবারের বিশ্বকাপ দেখতে চান।
তালা মুক্তিযোদ্ধা কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী জগন্নাথ সরকার বলেন, আর্জেন্টিনার খেলা তার ভাল লাগে। আর এ ভাললাগা যেনো এবারে মেসির হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার মধ্য দিয়েই পূর্ণতা পায়।
তালার আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বলেন, ফুটবল প্রেমিক হিসেবে আর্জেন্টিনা এবার প্রথমবারের মত বিশ্বকাপ জিতবে। তাই তারা কয়েকজন মিলে উদ্যোগ নিয়ে ৬০০ হাত পতাকা বানিয়েছেন।
তালা ব্রাজিল ফ্যান ক্লাবের শাওন আহম্মেদ ও মহিব ইসলামসহ কয়েকজন জানান, ফুটবল একটি শিল্প। এর শিল্পী ব্রাজিল। জয়ের মধ্য দিয়েই এবার ব্রাজিল সমর্থকরা নতুন ব্রাজিলকে দেখতে পাবে।
শাহীন/টিপু