ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ২০ নভেম্বর ২০২২   আপডেট: ১৭:২৬, ২০ নভেম্বর ২০২২
মুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

গোলাম মোস্তফা। ফাইল ফটো

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাকে মৎস্য সংরক্ষণ আইনে দায়ের করা মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২০ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইনচার্জ জামাল উদ্দিন জানান বলেন, ‘অবৈধ কারেন্ট জাল উৎপাদন, সংরক্ষণ ও বিপণনের অভিযোগে মৎস্য সংরক্ষণ আইনে চেয়ারম্যান গোলাম মোস্তফাকে আসামি করে বিভিন্ন সময়ে পাঁচটি মামলা দায়ের করা হয়।’

তিনি আরও বলেন, ‘রোববার ওই পাঁচ মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। বিচারক রোকেয়া রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

রতন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়