পাবনায় ব্রাজিলের ১২০০ ফুট পতাকা
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। আর এই উন্মাদনায় যোগ দিতে পাবনা সদর উপজেলার প্রত্যন্ত অঞ্চল হেমায়েতপুর ইউনিয়নে ১২০০ ফুট দৈর্ঘ্যের পতাকা তৈরি করে তাক লাগিয়েছেন ব্রাজিলের সমর্থকরা।
আর্জেন্টিনার সমর্থকদের ৬০০ ফুট দৈর্ঘে্যর পতাকার বানানোর রেশ কাটতে না কাটতেই চরশিবরামপুর গ্রামে ‘দি মোয়াজ ক্লাবের’ উদ্যোগে ব্রাজিল সমর্থক যুব সমাজ এই পতাকা তৈরি করেছেন।
মূলত নেইমার আর ব্রাজিলকে ভালোবেসে তারা এই পতাকা তৈরির উদ্যোগ নেন।
এদিকে গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন সমর্থকরা। সবার কণ্ঠে ছিল ব্রাজিল আর নেইমারের সমর্থনে নানা ধরনের স্লোগান। পরে র্যালি শেষে গ্রামের সড়কের পাশে টাঙিয়ে দেওয় ১ হাজার ২০০ ফুট দৈর্ঘ্যের পতাকাটি।
ব্রাজিলের সমর্থকরা জানান, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমাকে ভালবেসে এই পতাকা বানানো হয়েছে। আমাদের গ্রামের যে যেই দলেরই সমর্থন করুন না কেন, আমরা সবাই একসঙ্গে বসে খেলা দেখবা। কোনো রকম ঝামেলা হতে দেবো না। আমরা সবাই নিজেদের মধ্যকার সম্প্রীতি বজায় রাখবো।
এর আগে জেলার চাটমোহর উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থকরা ৬০০ ফুট দৈর্ঘ্যরে পতাকা বানিয়ে আলোচনায় আসেন। এবার সেটা ছাপিয়ে ১ হাজার ফুট দৈর্ঘ্যরে পতাকা বানিয়ে তাক লাগালো ব্রাজিলের সমর্থকরা।
শাহীন/ মাসুদ