ঢাকা     মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

সিলেটে জাল নোটসহ আটক ১ 

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২১ নভেম্বর ২০২২   আপডেট: ১২:২৬, ২১ নভেম্বর ২০২২
সিলেটে জাল নোটসহ আটক ১ 

সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে জাল নোটসহ তানভীর নামের এক চোরাকারবারি দলের সদস্যকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (২০ নভেম্বর) রাতে লালাবাজারস্থ বেঙ্গল ফুডে অভিযান চালিয়ে তাকে আটক করে এপিবিএন-৭ এর সদস্যরা।

আটক তানভীর কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মাইজপাড়া গ্রামের মৃত হাসেমের ছেলে।  

আরো পড়ুন:

এপিবিএন-৭ সিলেটের সহকারী পুলিশ সুপার আছাবুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে চোরাকারবারী চক্রের এক সদস্যকে জাল নোটসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে এসআই মানিক মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি  অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরো জানান, আটককৃতের কাছ থেকে ২৪টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।

নূর আহমদ/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়