স্বর্ণমূর্তি বলে রং করা পুতুল বিক্রির চক্র, নাটোরে গ্রেপ্তার ৭
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২১ নভেম্বর) সকালে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপলসন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এরা হলেন—মৃত ফয়েজ উদ্দিন প্রমানিকের ছেলে মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মৃত আজাহার আলীর ছেলে মোহাম্মদ আলী (৪০), সেকেন্দার প্রামানিকের ছেলে মো. জাহিদুল ইসলাম (৫৫), মৃত ছহির উদ্দিনের ছেলে মো. রজিম আহম্মেদ(২২) এবং মৃত আবু বক্করের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৮)।
এসময় তাদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, ৯টি মোবাইলসহ সিম কার্ড জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রতারক চক্রটি বিভিন্ন সময়ে মানুষের কাছে স্বর্ণমূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করে আসছিলো। কিছুদিন আগে এক ভুক্তভোগীর কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণমূর্তি বলে নকল মূর্তি বিক্রি করে প্রতারণা করে। পরে তারা পরীক্ষা করে জানতে পারে মূর্তিটি নকল। রোববার বিকেলে তিনি টাকা ফেরত চাইলে প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেয়। এসময় জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পেয়ে বিষয়টি তাদের জানান। পরে র্যাব তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতরা স্থানীয় লোকজনের সামনে স্বীকার করে যে, তারা দেশের বিভিন্ন এলাকার মানুষকে মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিশ্বাস করিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণ করে আসছিলো। সিংড়া থানায় তাদের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
আরিফুল/টিপু