ভোলায় আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা
ভোলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কাতার বিশ্বকাপের উম্মাদনা ছড়িয়ে পড়েছে দ্বীপজেলা ভোলাতেও। এরই ধারাবাহিকতায় পতাকায় ছেয়ে গেছে শহরের অলিগলি। চলছে নিজ দলের সমর্থন নিয়ে তর্ক-বিতর্ক।
প্রতি বারের মতো এবারও বিশ্বকাপ ফুটবল কেন্দ্র করে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। কারো হাতে পতাকা, কারো গায়ে গেঞ্জি, কারো বা মাথায় হেড ব্যান্ড। গানের তালে নেচে-গেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে তারা।
সোমবার (২১ নভেম্বর) বিকেলে ভোলা শহরে বিশাল শোভাযাত্রা করেন আর্জেন্টিনার সমর্থকরা। শহরের সরকারি স্কুল মাঠ থেকে শুরু করে সদর রোড, উকিল পাড়া, যোগীর ঘোল, গার্লস স্কুল মোড়, নতুন বাজার হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয় শোভযাত্রাটি।
বাদকদল, মোটরসাইকেল, পিকআপ, বিশালাকৃতির পতাকা, কয়েকটি পিক-আপ নিয়ে শোভাযাত্রা করেন। শোভাযাত্রায় বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সমর্থকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা মেসি ও আর্জেন্টিনা বলে স্লোগান দিতে থাকে।
শোভাযাত্রায় ছেলেকে নিয়ে অংশ নেওয়া সাথী বলেন, ‘আমরা পরিবারের সবাই আর্জেন্টিনার সমর্থক। আমরা মেসিকে ভালোবাসি। এবার মেসির মাধ্যমে বিশ্বকাপ যাবে আর্জেন্টিনার ঘরে।’
রুবেল মাহমুদ নামের এক সমর্থক বলেন, ‘ফুটবল মানেই আর্জেন্টিনা। আর আর্জেন্টিনা মানে মেসি। আমাদের ভালোবাসার আরেক নাম মেসি। আমরা আশা করি, এবার বিশ্বকাপ আর্জেন্টিনা জিতবে।’
শোভাযাত্রার অন্যতম আয়োজক শান্ত ঘোষ, অমি আহমেদ, মার্সেল ও মুক্তি বলেন, ‘২০ নভেম্বর বিশ্বকাপ শুরু হয়েছে। ২২ নভেম্বর প্রিয় দল প্রথম ম্যাচ খেলবে। প্রিয় দলকে শুভেচ্ছা জানাতে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবার যেহেতু মেসির শেষ বিশ্বকাপ, এজন্য এবারের বিশ্বকাপ খুব স্পেশাল। আশা করি, এবার প্রিয় দল বিশ্বকাপ জিতবে।’
মনজুর/বকুল