ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সহকর্মীর টর্চ লাইটের আঘাতে নৈশ্য প্রহরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ২৩ নভেম্বর ২০২২   আপডেট: ১৪:১২, ২৩ নভেম্বর ২০২২
সহকর্মীর টর্চ লাইটের আঘাতে নৈশ্য প্রহরীর মৃত্যু

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সহকর্মীর টর্চ লাইটের আঘাতে হোসন আলী নামে এক নৈশ প্রহরী নিহত হয়েছেন। 

বুধবার (২৩ নভেম্বর) ভোরের দিকে উপজেলার উচিতপুরা বাজারে রুস্তম আলির মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত হোসেন আলী আগুয়ান্দী গ্রামের মৃত হাসিব মিয়া ছেলে।

আরো পড়ুন:

অভিযুক্তের নাম মো. আলী হোসেন। তিনি একই গ্রামের মৃত গণি মিয়ার ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, উচিতপুরা বাজারে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন আলী হোসেন ও হোসেন আলী। ভোরের দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় হোসেন আলীকে তার সহকর্মী হোসেন টর্চ লাইট দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে আশপাশের লোকজন আহত নৈশ্য প্রহরীকে উদ্ধার করে আড়াইহাজর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। 

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়