ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

হিলি বন্দরে চার মাসে রাজস্ব আদায় ১৩৭ কোটি টাকা

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩১, ২৪ নভেম্বর ২০২২  
হিলি বন্দরে চার মাসে রাজস্ব আদায় ১৩৭ কোটি টাকা

চলতি অর্থবছরের ৪ মাসে দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরকারের রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। যা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ কোটি টাকা কম, লক্ষ্যমাত্রা ছিলো ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মো. বায়েজিদ হোসেন।

তিনি বলেন, চলতি অর্থবছরের গত ৪ মাসে (জুলাই থেকে অক্টোবর) জাতীয় রাজস্ব রোর্ডের (এনবিআর) বেধে দেওয়া লক্ষ্যমাত্রা ছিল ১৮৭ কোটি ৩৮ লাখ টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা।

আরো পড়ুন:

জুলাই মাসে ৪২ কোটি ৭৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৩৮ লাখ টাকা, আগস্ট মাসে ৪৯ কোটি ৬ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৮ কোটি ৭৪ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৪২ কোটি ১৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৬ কোটি ৯৯ লাখ টাকা ও অক্টোবর মাসে ৫৩ কোটি ৪৪ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ কোটি ৪৩ লাখ টাকা। যা এনবিআর বেধে দেওয়া লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৪৯ কোটি ৮২ লাখ টাকা কম।

গত ৪ মাসে ভারত থেকে এই বন্দরে বিভিন্ন পণ্য আমদানি হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৪১ মেট্রিক টন। 

/মোসলেম/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়