ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

শেখ হাসিনার সরকার একটি কৃষক বান্ধব সরকার: মৎস্যমন্ত্রী

পিরোজপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৩, ২৬ নভেম্বর ২০২২  
শেখ হাসিনার সরকার একটি কৃষক বান্ধব সরকার: মৎস্যমন্ত্রী

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।

মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেছেন, ’বঙ্গবন্ধু ছিলেন একজন কৃষক বান্ধব নেতা, তার কন্যা  শেখ হাসিনাও একজন কৃষক বান্ধব সরকার প্রধান। শেখ হাসিনার সময়ে কৃষকরা কৃষি খাতে যে সুবিধা পান তা অন্য কোনো সময়ে তারা পাননি।’  

শনিবার (২৬ নভেম্বর) নাজিরপুর উপজেলা কৃষি হলরুমে ৮ হাজার ৫৫ জন কৃষককে বিনামূল্যে সার, বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণকালে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে ভর্তুকি দিয়ে কৃষকদের সার, বীজসহ কৃষি পণ্য দেওয়া হয়। আর গত বিএনপি জোট সরকারের সময়ে সারের দাবি জানাতে যাওয়া কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিলো। দেশবাসী এখনো সেই ইতিহাস ভোলেনি।’

আরো পড়ুন:

উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাশের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- নাজিরপুর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রমুখ। 

এর আগে একই দিন সকালে মন্ত্রী স্থানীয় ডাকবাংলোতে জেলা মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে আয়োজিত জেলা ও জেলার বিভিন্ন উপজেলায় কর্তব্যরত মৎস্য ও প্রাণি  সম্পদ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। 

সেখানে শ.ম রেজাউল করিম বলেন, ‘ সরকারি সম্পত্তি রক্ষা আমাদের পবিত্র আমানত। আমাদের সবাইকে মনে রাখতে  হবে আমরা দেশের সাধারণ মানুষের সেবক। দেশের  সাধারণ মানুষ জাতে মাছ চাষ ও পশু পালনে বেশি বেশি আগ্রহী হয় সে জন্য কৃষকদের আগ্রহী করে তোলাসহ বিভিন্নভাবে সহযোগীতা করতে হবে।’  

মত বিনিময় সভায় সেসময় বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার তরুন কুমার সিকদার, জেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল বারী, নাজিরপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো. তরিকুল ইসলাম প্রমুখ। এসময় তারা বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় তুলে ধরেন। 

তাওহিদুল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়