খুলনায় ডেঙ্গুতে কিশোরীর মৃত্যু, চিকিৎসাধীন ৫৪
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফিরোজা (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ নভেম্বর) সকালে তিনি মারা যান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার এ তথ্য নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ফিরোজা বাগেরহাটের কচুয়া উপজেলার গজালিয়া গ্রামের আলী শেখের মেয়ে। এনিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনায় ৮ জনের মৃত্যু হয়েছে।
ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ জন রোগী। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। বর্তমানে হাসপাতলে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে খুলনা জেলার ১২ জন ও বিভিন্ন জেলা থেকে আগত ৪২ জন রোগী আছেন।
তিনি আরও জানান, চলতি বছরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৭১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৫০৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর ৮ জন মারা গেছেন।
নূরুজ্জামান/ মাসুদ