ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৯ ১৪৩১

সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ৪ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:৪৪, ৪ ডিসেম্বর ২০২২
সৈকতে ভেসে এলো মৃত ইরাবতি ডলফিন 

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে ৪ ফুট দৈর্ঘ্যরে একটি মৃত ইরাবতি ডলফিন। এটির প্রস্থ দেড় ফুট। 

রোববার (৪ ডিসেম্বর) দুপুরে সৈকতের লেম্বুর চর সংলগ্ন তিন নদীর মোহনায় ডলফিনটি ভেসে আসে। 

পটুয়াখালী ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, ধারণা করা হচ্ছে গভীর সাগরে ডলফিনটি দুই থেকে তিনদিন আগে মারা গেছে। কিভাবে প্রাণীটি মারা গেছে সেটি নিশ্চিত বলা যাচ্ছে না। তবে এটির লেজ এবং গলায় আঘাতে চিহ্ন রয়েছে। 

আরো পড়ুন:

তিনি আরও জানান, স্থানীয় লোকজন ডলফিনটি দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে আমরা বন বিভাগকে খবর দেই। 

মহিপুর বন বিভাগের রেঞ্চ কর্মকর্তা আবুল কালাম জানান, ঘটনাস্থলে বনকর্মীদের পাঠানো হয়েছে। ডলফিনটির নমুনা সংগ্রহ করা হচ্ছে। পরে প্রাণীটিকে মাটি চাপা দেওয়া হবে।

ইমরান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়