ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

আগুন পোহাতে গিয়ে প্রতিবন্ধী কিশোরী দগ্ধ

গাইবান্ধা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ৯ ডিসেম্বর ২০২২  
আগুন পোহাতে গিয়ে প্রতিবন্ধী কিশোরী দগ্ধ

শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে আগুন পোহাতে গিয়ে সাবরিনা খাতুন নামে এক বাক প্রতিবন্ধী কিশোরী দগ্ধ হয়েছে। তাকে গুরুতর অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউয়নের বালা বামুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

দগ্ধ সাবরিনা একই গ্রামের দিনমজুর জামিরুল ইসলামের মেয়ে। 

আরো পড়ুন:

জমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার শীত নিবারনের জন্য বাড়ির অন্যদের সঙ্গে খড়ের আগুন পোহাতে যায় সাবরিনা। এসময় আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। সবাই সরে গেলেও সাবিনার শরীরের কাপড়ে আগুন ধরে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভেয়ে তাকে গুরুতর অবস্থায় গাইবান্ধা জেনারেল হাপাতালে নিয়ে আসে। 

তিনি আরও জানান, হাসপাতালে কোনো বেড খালি না থাকায় সাবরিনাকে বারান্দার  মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
গাইবান্ধা জেনারেল হাসপাতালের নার্স তাহেরা আকতার জানান, শিশুটি দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে।  চিকিৎকদের পরামর্শে আমরা তাকে চিকিৎসা দিচ্ছি।  

গাইবান্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সেলিম জানান, আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে সুস্থ্য করে তোলার। 

দয়াল/ মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়