ঢাকা     শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ||  ফাল্গুন ১৫ ১৪৩১

কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ ডিসেম্বর ২০২২  
কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ টুটুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

শুক্রবার (১৬ ডিসেম্বর)) ভোরের দিকে উপজেলার চৌডালার মাদরাসা মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত টুটুল জেলার শিবগঞ্জ উপজেলার বাগবাড়ী মিয়াপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে। 

আরো পড়ুন:

র‌্যাবের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে চৌডালার মাদরাসা মোড়ে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় ১ কেজি ১০০ গ্রাম হেরোইন ও  নগদ ৩ হাজার টাকাসহ টুটুলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হয়েছে। জব্দকৃত মাদকের মূল্য এক কোটি টাকা।

মেহেদী/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়