ময়লার ভাগাড়ে মিললো ফুটফুটে নবজাতক
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

মাদারীপুর পৌরসভা এলাকার ময়লার ভাগাড় থেকে একদিন বয়সী এক ফুটফুটে নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছেন এলাকাবাসী। শিশুটি বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
রোববার (১৮ডিসেম্বর) সকালে পথচারী ও স্থানীয় লোকজনরা মিলে পৌরসভা এলাকর চায়ের দোকানের পাশের ওই ময়লার ভাগাড় থেকে শিশুটিকে উদ্ধার করেন।
নবজাতককে উদ্ধার করা সাথী আক্তার বালেন, ‘আমি আমার সন্তানকে নিয়ে সকালে স্কুলে যাচ্ছিলাম। এসময় পৌর এলাকার একটি চায়ের দোকানের পাশের ডাস্টবিনে একটি নবজাতকে ময়লা কাপড় দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পাই। তখন আমিসহ কয়েকজন মিলে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে নবজাতক ওয়ার্ডে ভর্তি করেছেন। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।’
আরেক উদ্ধারকারী সিন্থিয়া আক্তার বলেন, ‘সাথী আপু বাচ্চাটিকে দেখতে পেয়ে আমাদের ডাকেন। তখন আমারা এসে বাচ্চাটিকে চায়ের দোকানের পাশের ময়লা ফেলার ডাস্টবিন থেকে উদ্ধার করি এবং হাসপাতালে নিয়ে ভর্তি করি। ’
এদিকে শিশুটিকে দত্তক নিতে চাওয়া আশা কুলসুম বলেন, ‘আমার কোনো সন্তান নেই। আমি এই শিশুটিকে লালন পালন করতে চাই। যদি হাসপাতাল কর্তৃকপক্ষ এবং প্রশাসন আমাকে ওকে দেয় তাহলে আমি লালন পালন করতে পারবো।’
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার শিশু চিকিৎসক ডা. নাইমা ফেরদৌস শান্তা বলেন, ‘সকালের দিকে কিছু লোক নবজাতকটিকে হাসপাতালে নিয়ে আসেন। আমরা শিশুটিকে নিবিড় পরিচর্যা ওয়ার্ডে ভর্তি করেছি। শিশুটির চিকিৎসা চলছে। বর্তমানে সে সুস্থ আছে। নবজাতকের বয়স একদিন হবে।’
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ময়লা ভাগাড়ে একটি নবজাতক শিশুকে কে বা কারা রেখে চলে গেছেন। ওই ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।’
বেলাল রিজভী/ মাসুদ