ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

৩৩ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান

কিশোরগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৩, ১৮ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৭:৫৮, ১৮ ডিসেম্বর ২০২২
৩৩ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান

মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ থেকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ৩৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পুলিশের ডিআইজি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. রাসেল শেখ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, জেলার পুলিশ সুপার (সিআইডি) সৈয়দ ফরহাদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, কিশোরগঞ্জ পৌর মেয়র পারভেজ মিয়া, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ  আসাদুল্লাহ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আল আমিন হোসাইন প্রমুখ।

আরো পড়ুন:

বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলার ৩৩ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো, উত্তরীয় পরিধান, সস্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মো. রাসেল শেখ।

রুমন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়