ঢাকা     বুধবার   ২৫ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১০ ১৪৩১

আ.লীগ নেতার বিরুদ্ধে রাস্তার মাটি কেটে বিক্রির অভিযোগ

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ১৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:১৫, ১৯ ডিসেম্বর ২০২২
আ.লীগ নেতার বিরুদ্ধে রাস্তার মাটি কেটে বিক্রির অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতার বিরুদ্ধে রাস্তার মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন ওই রাস্তা ব্যবহারকারী সাধারণ মানুষ।

অভিযুক্তরা হলেন- বিলমারিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক ও লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরল।

স্থানীয়রা জানান, গত ১৫ ডিসেম্বর রাত ১১টার পরে হঠাৎ ভেকু দিয়ে রাস্তার মাটি কাটা শুরু হয়। পরবর্তীতে সেই মাটিগুলো পার্শ্ববর্তী ইটভাটায় নিয়ে বিক্রি করেন অভিযুক্তরা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাটি কাটা বন্ধ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক বলেন, ‘নদীর পলি মাটি পড়েছিল। তাই কেটে নীচের ইটের রাস্তা বের করে সাধারণ মানুষের চলাচল সহজ করতে চেয়েছি।’

সরকারি কোনও দপ্তর বা জনপ্রতিনিধির অনুমতি নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আমরা কয়েকজন আলোচনা করে মাটি কাটার উদ্যোগ নেই। তবে থানা থেকে বন্ধ রাখতে বলায় কাজ বন্ধ রেখেছি।’

লালপুর উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ‘রাস্তার মাটি কাটার ঘটনায় অভিযোগ পেয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ফোর্স পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই দুর্বত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

আরিফুল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়