ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

যমুনা সার কারখানায় উৎপাদন শুরু 

জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:৫৫, ২১ ডিসেম্বর ২০২২
যমুনা সার কারখানায় উৎপাদন শুরু 

জামালপুর সরিষাবাড়ীতে অবস্থিত দেশের বৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা পুনরায় কার্যক্রমে ফিরেছে। ছয় মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত থেকে এ কারখানায় সার উৎপাদন শুরু হয়।

জেএফসিএল সূত্রে জানা যায়, অস্বাভাবিকভাবে গ্যাসের চাপ কমে যওয়ায় চলতি বছরের ২১ জুন যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু গতকাল মঙ্গলবার থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু হয়। ফলে সার উৎপাদন শুরু হয়েছে।

কারখানার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ছয় মাস পর কারখানায় সার উৎপাদন শুরু হওয়ায় শ্রমিকেরা আনন্দিত।

আরো পড়ুন:

ট্রাকচালক ছাহের পালোয়ান বলেন, সার উৎপাদন বন্ধ থাকায় আমরা ছয় মাস অনেক কষ্টে ছিলাম বউ পোলাপান নিয়ে। কারখানা চালু হওয়ায় ফলে আমাদের আর কষ্ট করতে হবে না।

কারখানার মহাব্যবস্থাপক দেলোয়ার হোসেন বলেন, গ্যাস সরবরাহ শুরু হওয়ায় গতকাল রাত থেকে সার উৎপাদন শুরু করা হয়েছে।

সেলিম/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়