ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৯, ২৬ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৪:৩০, ২৬ ডিসেম্বর ২০২২
উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

ফাইল ফটো

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ শফি উল্লাহ (৩৮) নামে এক রোহিঙ্গা মাঝি (নেতা) নিহত হয়েছেন। 

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল পৌনে ১১ টার দিকে বালুখালী ক্যাম্প ৮ ইস্ট, ব্লক-১৬- তে এ ঘটনাটি ঘটে। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

নিহত শফি উল্লাহ একই ক্যাম্পের বাসিন্দা ছিলেন। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে শফি উল্লাহ নামের একজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানার চেষ্টা চলছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

তারেকুর/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়