ঢাকা     শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

রসিক নির্বাচন: বিপুল ভোটে এগিয়ে জাপার মোস্তফা

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২০, ২৭ ডিসেম্বর ২০২২   আপডেট: ২২:২৬, ২৭ ডিসেম্বর ২০২২
রসিক নির্বাচন: বিপুল ভোটে এগিয়ে জাপার মোস্তফা

তৃতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল সাড়ে ৮টা থেকে ২২৯ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হলেও ইভিএম ধীরগতির কারণে কিছু কিছু কেন্দ্রে নির্ধারিত সময় পেরিয়েও ভোটগ্রহণ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ১৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে মেয়র পদে বিপুল ভোটে এগিয়ে আছে জাপার মনোনীত লাঙলের প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে বিভিন্নভাবে কেন্দ্রগুলো হতে পাওয়া ১৫০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে লাঙল প্রতীক পেয়েছে ৯০ হাজার ৫৫৩ ভোট, হাতপাখা প্রতীক ৩২ হাজার ৭২ ভোট আর নৌকা প্রতীক ১৪ হাজার ৮৯৪ ভোট পাওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে, নগরীর শিল্পকলা একাডেমি হলরুমে সরকারিভাবে সবগুলো কেন্দ্রের ফলাফল ধারাবাহিকভাবে ঘোষণার কার্যক্রম সন্ধ্যা সাতটার পর থেকে শুরু করেছেন রসিক রিটার্নিং কর্মকর্তাগণ। দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটি কর্পোরেশনে তৃতীয়বারে কে হবেন নগরপিতা, সেটি জানতে অপেক্ষা করতে হবে সবগুলো কেন্দ্রের ফলাফলের পরে।

দেশের তৃতীয় বৃহত্তম এই সিটিতে ২২৯টি কেন্দ্রে হাজার ৩৪৯ বুথে ইভিএমের মাধ্যমে ৪ লাখ ২৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নগরপিতা হতে মেয়র পদে লড়ছেন ৯ জন প্রার্থী ও ৩৩টি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর (মহিলা) পদে ৬৭ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

আমিরুল/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়