নাটোরে আবারো ২ হাজার কেজি গুড় ধ্বংস, জরিমানা
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোরের লালপুর উপজেলায় আবারো অভিযান চালিয়ে ২ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় এক গুড় ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার চর জাজিরা এলাকায় র্যাব-৫ এর সহায়তায় এ অভিযান চালায় ভোক্তা অধিকার।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, আজ সকাল ৮টার দিকে চর জাজিরা এলাকায় অভিযান চালানো হয়। নাজিম গুড় ভাণ্ডারের মালিক নাজিমকে ৪২ ধারায় খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। একই সঙ্গে ২ হাজার কেজি ভেজাল গুড়, ৫০ কেজি চুন, ৫ কেজি ফিটকিরি, ১০ কেজি ডালডা জব্দ করে ধ্বংস করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আরিফুল/ মাসুদ