ঢাকা     বুধবার   ২৩ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৭ ১৪৩১

৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক  

রাজবাড়ী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৬, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:৪৮, ২৯ ডিসেম্বর ২০২২
৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক  

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা কেটে যাওয়ায় ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। 

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০ টায় আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

এর আগে বুধবার দিবাগত রাত ২টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় এই নৌরুটের দিক নির্দেশনা বাতি অস্পষ্ট হয়ে যায়। এতে রাত ২টার থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। এসময় মাঝ নদীতে ২টি ফেরি অর্ধশতাধিক যানবাহন নিয়ে নোঙর করে থাকে।  এতে যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়।

বিআইডব্লিউটিসি আরিচা বন্দরের পরিচালক শাহ খালেদ নেওয়াজ জানান, কুয়াশা বৃদ্ধি পাওয়ায় কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিলো। কুয়াশা কমে আসায় পুনরায় ফিরে চলাচল স্বাভাবিক হয়েছে। টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় যাত্রী ও চালকদের সাময়িক দুর্ভোগ পোহাতে হয়েছে । 

 

শামীম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়