ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বিয়ের পাঁচ মাসের মাথায় তরুণীর আত্মহত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৩০ ডিসেম্বর ২০২২  
বিয়ের পাঁচ মাসের মাথায় তরুণীর আত্মহত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে বিয়ের পাঁচ মাসের মাথায় কৃপা (১৯) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পুরাতন বাজারের সাহাপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতের বাবার নাম শ্রী শান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস পূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার তাপসের ছেলে গোপালের (৩০) সঙ্গে কৃপার বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে গত একমাস ধরে ওই তরুণী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মানসিক চাপে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, ‘ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ওই তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়