ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ৩১ ডিসেম্বর ২০২২  
সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেপ্তার

অ্যাডভোকেট মেহেদী হাসান

ঢাকার সাভারে একাধিক নাশকতা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার বিকেল ৪টার দিকে সাভারের আশুলিয়া থানার পাথালিয়া ইউনিয়নের সিন্ধুরিয়া গ্রামের ইডেন পার্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে কয়েকটি নাশকতাসহ নিয়মিত মামলা রয়েছে। সেই মামলা গুলোর ভেতরে একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন তিনি। সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে।

আরো পড়ুন:

/সাব্বির/সাইফ/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়