ঢাকা     শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৪ ১৪৩১

শেরপুরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১২, ৩১ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৩:১৫, ৩১ ডিসেম্বর ২০২২
শেরপুরে শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

দেশের বিশিষ্ট শিল্পগ্রুপ যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের আত্নার মাগফেরাত কামনায় নুরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেরপুরে শতাধিক অসহায় শীতার্ত ও এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। 

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে জেলার নকলা উপজেলার টালকি আযযাহারানী মাদরাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ করেন নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সায়েদুল হক তারা ও সঞ্চালনা করেন মাওলানা যুবায়ের আহমেদ।

আরো পড়ুন:

নুরুল ইসলাম ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক তোফায়েল গাজালি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বপ্ন দেখতেন।’ 

এসময় অন্যদের মধ্যে মাদরাসার মোহতামিম মাওলানা আজহারুল ইসলাম, ইউনিয়ন পরিষদের কাউন্সিলর রফিকুল ইসলাম বেনজু প্রমুখ উপস্থিত ছিলেন।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়