ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রাইজিংবিডিতে সংবাদ প্রকাশ, ঘর পেলেন প্রতিবন্ধী মা-ছেলে 

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৬, ২ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:০৯, ৩ জানুয়ারি ২০২৩

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকমে প্রতিবেদন প্রকাশের পর মানসিক প্রতিবন্ধী মা-ছেলের পাশে দাঁড়িয়েছেন দুইজন পাঠক। নুয়েপড়া জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বসবাস করা এই মা-ছেলেকে নতুন টিনের ঘর করে দিয়েছেন তারা।

প্রতিবন্ধী মা-ছেলে হলেন পঞ্চগড়ের সদর উপজেলার ফুটকিপাড়া গ্রামের মৃত হান্নান আলীর স্ত্রী ছালেহা বেগম (৮৫) এবং তার ছেলে রোস্তম আলী (৫০)। তারা দুজনই মানসিক ভারসাম্যহীন।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পাঠকদ্বয়ের পক্ষ থেকে করে দেওয়া নতুন ঘর তাদের বুঝিয়ে দেওয়া হয়। একইসঙ্গে তাদের হাতে তুলে দেওয়া হয় নতুন কাপড় এবং শীতবস্ত্র।

এ সময় উপস্থিত ছিলেন- হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, পাঠকদ্বয়ের প্রতিনিধি ফাহিম ফারহান, সুমন আলী, রাইজিংবিডির পঞ্চগড় প্রতিনিধি আবু নাঈম, স্থানীয় সামাজিক সংগঠক আল আমিন প্রমূখ।

গত ১২ ডিসেম্বর ‘নুয়েপড়া ঝুপড়ি ঘরেই প্রতিবন্ধী মা-ছেলের বসবাস’ শিরোনামে রাইজিংবিডিতে প্রতিবেদন প্রকাশ হয়। ওই প্রতিবেদনে তুলে ধরা হয় প্রতিবন্ধী মা-ছেলের মানবেতর জীবনযাপনের গল্প।

মা-ছেলের এই কষ্টের বিষয় নজরে আসে সহৃদয় ওই পাঠকদ্বয়ের। তারা উদ্যোগ নেন মা-ছেলের কষ্ট লাঘবের। পরে খোঁজ নিয়ে ঘরটি করে দেন তারা। শিগগিরই টিউবওয়েলের ব্যবস্থা করারও আশ্বাস দিয়েছেন তারা। 

নতুন ঘর পেয়ে দারুন খুশি ছালেহা বেগম। তিনি বলেন, ‘এই ঘরে সুখে কাটাবো আমার বাকি জীবন। দোয়া করি, যারা আমাদের সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের ভালো করুক।’ 

ছালেহা বেগমের প্রতিবেশী রোকেয়া বেগম বলেন, এই বয়স্ক মহিলা ভাঙ্গা ঘরে কষ্টে জীবনযাপন করতো। ছেলেটারও মাথার সমস্যা। ঘরটা সংস্কার কবার উপায় ছিল না তাদের। পাশে দাঁড়ানোর মতোও কেউ নেই। এখন সুন্দর ঘর পেয়েছে। এখন আরামে থাকতে পারবে।

ঘর করে দেওয়া দুই ব্যক্তির প্রতিনিধি ফাহিম ফারহান বলেন, ‘আমরা দেখেছি, এই বৃদ্ধা ছেলেসহ বসবাসের অনুপযোগী জরাজীর্ণ ঘরে থাকতেন। ঘর করে দিয়েছি। আশা করছি, আরামে থাকতে পারবেন এখানে।’ পানির সঙ্কট দুর করতে দ্রুত টিউবওয়েল স্থাপনের কাজও শুরু হবে বলে জানান তিনি।

স্থানীয় হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ‘এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারের পাশাপাশি সব বিত্তবানরা যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজের অনেক মানুষের কষ্ট দূর হবে।’

মা-ছেলের দুরবস্থা তুলে ধরার জন্য রাইজিংবিডিকেও ধন্যবাদ জানান ইউপি চেয়ারম্যান। সব সময় এই পরিবারটির দিকে দৃষ্টি রাখবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন: নুয়েপড়া ঝুপড়ি ঘরেই প্রতিবন্ধী মা-ছেলের বসবাস

নাঈম/বকুল 


সর্বশেষ

পাঠকপ্রিয়