ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

ঝালকাঠিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ৩ জানুয়ারি ২০২৩  
ঝালকাঠিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত

জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় শহরের আমতলা রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সদস্য অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ। 

আরো পড়ুন:

বক্তারা বলেন, ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেজা জিয়াসহ দলের শীর্ষ অনেক নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে। আমার মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। তা না হলে কঠোর আন্দোলন করা হবে। 

অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়