রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিসহ গুলিবিদ্ধ ২
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া কুতুপালংয়ের লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে হেড মাঝি জাহাঙ্গীর আলম (২৭) ও তার ছেট ভাই সৈয়দ আলম (২২) আহত হয়েছেন।
বুধবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে লম্বাশিয়া ক্যাম্প-১ ওয়েস্ট, ব্লক-এ তে ঘটনাটি ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ দুই জনই আনিসুল মোস্তফার ছেলে।
ওসি শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে দুর্বৃত্তরা দুই ভাইকে গুলি করেছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। তারা ফিরলে ঘটনার বিস্তারিত জানতে পারবো। গুলিবিদ্ধরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তারেকুর/ মাসুদ