ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

গাছের সঙ্গে বেঁধে ভাবীর শরীরে আগুন দিলো দেবর

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ১০ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৫:৩৪, ১০ জানুয়ারি ২০২৩
গাছের সঙ্গে বেঁধে ভাবীর শরীরে আগুন দিলো দেবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাবী সুফি বেগমকে (৫০) গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দেবর লিয়াকত মোল্লার (৪৯) বিরুদ্ধে। গুরুতর দগ্ধ অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১১টার দিকে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামে এ ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

আহত সুফি বেগম উপজেলার সাজাইল ইউনিয়নের বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার স্ত্রী।

ওসি ফিরোজ আলম জানান, বাঘঝাপা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লা তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ বিক্রি করে চলে যান। পরে তিনি আবারো সম্পত্তিতে অংশ দাবি করেন। এ নিয়ে আপন ভাই অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সঙ্গে দীর্ঘ দিন ধরে তার বিরোধ চলছিল।এরই জেরে আজ সকালে লিয়াকত মোল্লা তার ভাবী সুফি বেগমকে ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসেন। পরে বাড়ির উঠানের পেয়ারা গাছের সঙ্গে ভাবীকে বেঁধে তার গোয়ে আগুন ধরিয়ে দেন। 

তিনি আরও জানান, পরে গুরুতর দগ্ধ অবস্থায় সুফি বেগমকে প্রথমে কাশিয়ান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি ফিরোজ আলম জানান, এ ঘটনার পর অভিযুক্ত লিয়াকত মোল্লা বাড়ি থেকে পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। 

বাদল সাহা/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়