ঝালকাঠিতে বিএনপির বিক্ষাভ মিছিলে পুলিশের বাধা
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও পূর্ব ঘোষিত ১০ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ঝালকাঠিতে অনুষ্ঠিত বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে কিছু দূর গেলে পুলিশ তাতে বাধা দেয়।
পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক এজাজ হাসান, সদস্য সচিব খোকন মল্লিক, ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু। সমাবেশে ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাছিমুল হাসান সভাপতিত্বে করেন।
বক্তারা বলেন, প্রতিটি পণ্যের দাম বৃদ্ধির কারণে দেশের মানুষ আজ কষ্টে আছে। তার মধ্যেও বিদ্যুৎতের মূল্য বৃদ্ধি করাটা অযৌক্তিক। বিদ্যুতের দাম বৃদ্ধি প্রত্যাহার করার দাবি জাননো হয় সমাবেশ থেকে।
অলোক/ মাসুদ