ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

শেরপুরের কৃষকের লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২০ জানুয়ারি ২০২৩  
শেরপুরের কৃষকের লাশ উদ্ধার

শেরপুরের একটি বাগান থেকে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২০ জানুয়ারি) শুক্রবার সকালে সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামের একটি কাঠগাছের বাগানের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত রফিকুল প্রতাবিয়া পূর্বপাড়া গ্রামের মৃত ফকির শাহর ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক রফিকুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে প্রতাবিয়া গ্রামের একটি পক্ষের মামলা চলছে। গতকাল বৃহস্পতিবার রাতে রফিকুল ঘর থেকে বাইরে যান। আজ সকালে স্থানীয় লোকজন কাঠগাছের বাগানে রফিকুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল বলেন, নিহত রফিকুলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে রফিকুলকে খুন করা হয়ে থাকতে পারে।

তারিকুল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়