ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১০ ১৪৩১

ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ২১ জানুয়ারি ২০২৩  
ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

রাসেল বাদশা। ফাইল ফটো

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল বাদশাকে আসামি করে মামলা হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) ওই ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা করেন। এর আগে, বিয়ের দাবিতে শুক্রবার রাসেলের বাড়িতে গিয়ে অনশনে বসেন ভুক্তভোগী। পরে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।

রাসেল বাদশা মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে ও স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

স্কুলছাত্রী জানান, প্রায় এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করা হয়। বর্তমানে তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।

অভিযুক্ত রাসেল বাদশার বাবা মাগুরা ইউনিয়ন পরিষদের সদস্য মইনুল ইসলাম তার ছেলের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার ছেলে যদি দোষী হয়, তাহলে ওই স্কুলছাত্রীর সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করব।’

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ‘এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা করেছেন। রাসেল বাদশাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শাহীন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়