মহিষের আক্রমণে নারী নিহত, আহত ১০
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের দেলদুয়ারে মহিষের আক্রমণে হাজেরা বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিষের মালিকসহ অন্তত ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) উপজেলার লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাজেরা বেগম একই ইউনিয়নের তারুটিয়া গ্রামের আজগর আলীর স্ত্রী।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, সকালের দিকে লাউহাটি ইউনিয়নের বারপাখিয়া গ্রামের শরিফ মিয়ার একটি পাগল মহিষ তারুটিয়া গ্রামের লোকদের ওপর আক্রমণ করে। এতে নারীসহ ১১ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায় স্থানীয় লোকজন। আহতদের মধ্যে বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মহিষটিকে মেরে ফেলেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রানা মিয়া জানান, ঢাকা থেকে অজ্ঞানকারী দল এসেছিলো। তবে তার আগেই স্থানীয় লোকজনরা মহিষটিকে মেরে ফেলেন।
কাওছার/ মাসুদ