ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

খুলনায় যুবলীগের সম্মেলন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৪ জানুয়ারি ২০২৩   আপডেট: ১২:৪৪, ২৪ জানুয়ারি ২০২৩
খুলনায় যুবলীগের সম্মেলন উদ্বোধন

খুলনা যু্বলীগের সম্মেলন উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ

জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয়েছে খুলনা জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর শিববাড়ির মোড়স্থ পাবলিক হল চত্বরে এ সম্মেলন শুরু হয়। এসময় কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ পায়রা ও বেলনু উড়িয়ে  সম্মেলনের উদ্বোধন করেন।  

সম্মেলনের মাধ্যমে তিন বছরের জন্য জেলা ও মহানগরের যোগ্য প্রার্থীর কাঁধে তুলে দেওয়া হবে নেতৃত্ব।

আরো পড়ুন:

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। সম্মানিত অতিথি রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য, মহানগর সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল।

বিশেষ অতিথি রয়েছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে রয়েছেন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেড শামীম আল সোহাগ, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবু এমপি প্রমুখ। 

দীর্ঘ ২০ বছর পর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনে সভাপতিত্ব করছেন খুলনা জেলা যুব লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. কামরুজ্জামান জামাল।

অনুষ্ঠান পরিচালনা করছেন নগর যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। শোক প্রস্তাব পাঠ করবেন বর্তমান জেলা যুবলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।  

সম্মেলনে দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশন নগরীর ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত হবে।

এর আগে আজ সকাল থেকেই সম্মেলনে যোগ দিতে খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতারা মিছিল নিয়ে সমাবেল স্থলে আসতে শুরু করেন।

যুবলীগের কেন্দ্রীয় নেতাদের অভিমত, দীর্ঘ দিনের পরীক্ষিত নেতারাই আগামী দিনের নেতত্ব নির্বাচিত হবেন। বিতর্কিতরা সুযোগ পাবেন না। 

নূরুজ্জামান/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়