ঢাকা     সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৯ ১৪৩১

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৯, ২৮ জানুয়ারি ২০২৩  
দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেলো যুবকের 

গাজীপুরের রাজেন্দ্রপুরে দুই ট্রাকের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষনিকভাবে তার না জানা না যায়নি। তবে তার বয়স ৩০ থেকে ৩২ বছর।

শনিবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ- পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকের সঙ্গে মিক্সারবাহী আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়ে। তবে নিহতের পরিচয় জানা জানি। ধারণ করা হচ্ছে, নিহত যুবক দুর্ঘটনা কবলিত দুই ট্রাকের কোনো একটির হেলপার। 

আরো পড়ুন:

এসআই আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের  জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়