বিষক্রিয়ায় দুই বোনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

গাজীপুরের ইপসা গেট এলাকায় বিষক্রিয়ায় আপন দুই বোনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আরো এক শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
রোববার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঘটনাটি ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো- শেরপুরের আশরাফুলের মেয়ে আশা মনি (৬) ও দেড় বছর বয়সী আলিফা। তারা গাজীপুর সদরের ইপশা গেট এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকতো।
মারা যাওয়া শিশুদের বাবা আশরাফুল বলেন, সকালে পেটিস এবং কেক কিনে দিয়েছিলাম দুই শিশুকে। কেক খাওয়ার কিছুক্ষণের মধ্যেই বড় মেয়ে আশামনি অসুস্থ হয়ে পড়ে। তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় আলিফা সেও অসুস্থ হয়ে পড়ে। তাকেও হাসপাতালে আনা হলে চিকিৎসক আলিফাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ওই ঘটনায় হিরা মিয়ার ছেলে সিয়াম অসুস্থ হয়ে একই হাসপাতালে ভর্তি রয়েছে।
শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা বলেন, ‘বিষক্রিয়ার কারণে শিশু দুটির মৃত্যু হয়েছে। সিয়াম নামে ছয় মাস বয়সী এক শিশু চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও গুরুতর। মারা যাওয়া শিশুদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।’
গাজীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এহতেশাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
রেজাউল/ মাসুদ