ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

‘নির্ধারিত সময়েই শেষ হবে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ’

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ৩০ জানুয়ারি ২০২৩   আপডেট: ২০:০৮, ৩০ জানুয়ারি ২০২৩
‘নির্ধারিত সময়েই শেষ হবে বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ’

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট সৃষ্টি হলেও দ্রুত গতিতে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণ কাজ। এর মধ্যে, প্রায় ৫৩ শতাংশ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়েই শেষ হবে নির্মাণ কাজ। তখন উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত এবং পণ্য পরিবহনে বঙ্গবন্ধু সেতু আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করবে।’

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর পশ্চিম পারের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই সেতু নির্মাণ হলে উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দক্ষিণ এশিয়ার সঙ্গে রেল যোগাযোগের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হবে। দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে সিরাজগঞ্জ-বগুড়া রেল লাইনসহ যেসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেগুলোর কাজও সঠিক সময়ে শেষ হবে।’

নির্মাণ কাজ পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর প্রকল্প পরিচালক আল-ফাত্তাহ মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে. এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

রাসেল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়