ঢাকা     শনিবার   ২৩ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৯ ১৪৩১

সাভারে জালনোট ছাপানোর কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ৩০ জানুয়ারি ২০২৩  
সাভারে জালনোট ছাপানোর কারখানার সন্ধান, গ্রেপ্তার ২

সাভারে জালনোট ছাপানোর কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-৪ এর সদস্যরা।

সোমবার (৩০ জানুয়ারি) সাভারের মজিদপুরে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির দুই তলা বাড়ির নিচ তলায় ওই কারখানার সন্ধান মেলে। এ ঘটনায় জালনোট ছাপানোর সরঞ্জাম জব্দ ও এর সঙ্গে জড়িত দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— ঝিনাইদহ জেলার মুহিবুল্লাহ ও রাজবাড়ি জেলার তুহিন। মুহিবুল্লাহ ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা করেছেন।

আরো পড়ুন:

র‍্যাব জানায়, গত ১৪ জানুয়ারি ওই দুই জন বাড়িতে বাসা ভাড়া নেয়। সেখানে তারা জালনোট ছাপানো শুরু করে। গোপন খবরের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় র‍্যাব। পরে জালনোট ও নোট ছাপানোর সরঞ্জামাদিসহ ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫০০ টাকার ৯০টি জালনোট, ছাপানোর বিপুল পরিমাণ কাগজ, ল্যাপটপ ও প্রিন্টার জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, আটক মুহিবুল্লাহ টেকনিশিয়ান ও তুহিন ছাপানো টাকা বাজারে ছড়িয়ে দিতো। 

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়