‘রোহিঙ্গারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
র্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তবে তাদের প্রতিহত করতে কাজ করছে র্যাব।’
সোমবার (৩০ জানুয়ারি) রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
র্যাব প্রধান বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা ভুয়া পাসপোর্টে বিদেশেও পালিয়ে যাচ্ছে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গী সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসীদের প্রতিরোধ করা হবে।’
তিনি আরও বলেন, ‘জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে ও সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।’
এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে। সরকারি দল-বিরোধী দল মাঠে থাকবে এটাই স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সঠিকভাবেই কাজ করবো।’
এ সময় র্যাব-৫ রাজশাহীর ঊর্দ্ধতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কেয়া/ মাসুদ