ভোট কেন্দ্রের বাইরে মিললো ককটেল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনের একটি ভোট কেন্দ্রের বাইরে থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে র্যাব।
বুধবার (১ ফেরুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবাবগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে ককটেলটি উদ্ধার করা হয়।
র্যাব-৫ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, খবর পেয়ে একটি ভোট কেন্দ্রের বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল উদ্ধার করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান জানান, ভোট গ্রহণের সময় দুই-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেই সময়েই কোনো একজন ককটেলটি ছুড়ে মারেন। তবে সেটি বিস্ফোরিত হয়নি।
মেহেদী/ মাসুদ