ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৯ ১৪৩১

অন্যায় হয়েছে, এই ফল মানি না: হিরো আলম

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩১, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১০:৩২, ২ ফেব্রুয়ারি ২০২৩
অন্যায় হয়েছে, এই ফল মানি না: হিরো আলম

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে পরাজয়ের পর ফলাফল প্রত্যাখ্যান করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ নিয়ে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তিনি।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব জানান তিনি।

পড়ুন: কোনও আসনেই জিতলেন না হিরো আলম

লিখেন- ‘আজ রাত ১০: ৩০ মিনিটে সাংবাদিক সম্মেলন করবো আমার নিজ বাসায়। আমার সাথে অন্যায় করা হয়েছে, আমি এই ফলাফল মানি না।’

এদিকে, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে দারুণ লড়াই করলেও বগুড়া-৬ আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি হিরো আলম।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জয়ী হয়েছেন জাসদ প্রার্থী রেজাউল করিম তান‌সেন। অপরদিকে, বগুড়া ৬ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী রাগেবুল আহসান রিপু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

এনাম/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়