ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৪ ১৪৩১

চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে নৌকার জিয়াউর রহমান জয়ী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১ ফেব্রুয়ারি ২০২৩  
চাঁপাইনবাবগঞ্জ-২ উপনির্বাচনে নৌকার জিয়াউর রহমান জয়ী

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে এই আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘৬৯ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী জিয়াউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, জাকের পার্টির গোলাম মোস্তফা ১ হাজার ৮৭০ ভোট, স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলম ১৪ হাজার ৩০৯ ভোট, বিএনএফের নবিউল ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট।’

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ‘এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৪৫০ জন। ভোট দিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪০ জন। নির্বাচনে ৩৪ দশমিক ৭৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে।’

মেহেদী/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়