গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় ট্রলিচালক নিহত
গাইবান্ধা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ড্রাম ট্রাকের ধাক্কায় শাকিল মিয়া (১৭) নামে এক ট্রলিচালক প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারি) দুপুর ১টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের শাহানা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ কাজীবাড়ী গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে শাকিল মিয়া কাঠ বোঝাই ট্রলি চালিয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিলেন। এরই মধ্যে অপর একটি ড্রাম ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি ছিটকে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাকিল মিয়া গুরুতর আহত হয়। শাকিলকে দ্রুত উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, দুর্ঘটনার পর ড্রাম ট্রাকচালক ট্রাকটি রেখে পালিয়ে গেছেন।
সাদুল্লাপুর থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
সুদীপ্ত/টিপু