কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে ১ ব্যক্তি নিহত
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীতে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার নাম কাজেম আলী বিদ্যুৎ (৪০)। তিনি নগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম স্কুলপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তাকে ছুরিকাঘাত করা হয়।
রাজশাহী নগর পুলিশের (আরএমপি) মুখপাত্র রফিকুল আলম জানান, নাসিম ও আকাশ নামের দুই তরুণ দুপুরে কাজেম আলীর বাড়ির গাছ থেকে বরই পাড়ছিলেন। তখন কাজেম বরই পাড়তে নিষেধ করেন। এ কারণে দুই তরুণ কথা কাটাকাটি শুরু করেন। এরই একপর্যায়ে কাজেমের পেটে ছুরিকাঘাত করা হয়।
এ সময় পরিবারের সদস্যরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে কাজেমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, ঘটনার পর নাসিম ও আকাশ পালিয়েছেন। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
কেয়া/বকুল