ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

বঙ্গবন্ধু ও শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৩ ফেব্রুয়ারি ২০২৩  
বঙ্গবন্ধু ও শহীদ কামারুজ্জামানের প্রতি শ্রদ্ধা নিবেদন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার ও  চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রথমে রাজশাহী নগরীর সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর সকাল ১১টায় কাদিরগঞ্জে শহীদ এএইচএম কামারুজ্জামান ও তাঁর সহধর্মিনী মরহুমা জাহানারা জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারের সহধর্মিণী তৌফিকা আনোয়ারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

কেয়া/ মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়